সিলেটের দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম মাধবকুণ্ড জলপ্রপাত। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এর অবস্থান।
যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে সেটি সম্পূর্ণ পাথরের। পাহাড়ের ওপরে গঙ্গামারা ছড়া বহমান।
এই ছড়া নিচে পড়ে হয়েছে মাধবছড়া। পাহাড়ের ওপর থেকে ছুটে আসা পানির স্রোত দুই ভাগে বিভক্ত হয়ে খাড়াভাবে নিচের দিকে পতিত হয়। ফলে সৃষ্টি হয় দুটি ধারার। বর্ষাকালে ধারা দুটি মিশে যায়। জলের এই ধারা নিচে পতিত হওয়ার ফলে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের। কুণ্ডে অনবরত পানি পড়ে জায়গাটি হয়েছে অনেক গভীর। কুণ্ডের ডান পাশে একটি পাথরের গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে। একটি শিবমন্দির স্থাপন করা হয়েছে কুণ্ডের পাশেই। জলপ্রপাতটি ঘিরেই গড়ে উঠেছে একটি ইকো পার্ক। মাধবকুণ্ড জলপ্রপাত ছাড়াও এই ইকো পার্কে রয়েছে পরীকুণ্ড নামে আরেকটি জলপ্রপাত। শিবমন্দিরের বিপরীত দিকের ছড়া দিয়ে গেলেই সেটির দেখা মেলে। তবে এই জলপ্রপাতটি কেবল বর্ষাকালেই প্রাণ ফিরে পায়। মাধবকুণ্ড এলাকায় আদিবাসী খাসিয়ারা বসবাস করে। তাদের অধিকাংশই পান চাষ করে জীবিকা নির্বাহ করে।
দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য লোক ভিড় জমান এখানে।
0 Comments